তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের দাড়ালো অস্ত্রের আঘাতে প্রান হারায় ছোট ভাই শহিদ নুর মিয়া (১৭) নামে এক কিশোর।
নিহত হওয়ার দিনই খুনের মূল আসামী গোলাম কাদিরের মা রাসেনা বেগম(৫০)বোন পপি বেগম(৩০)ও তার স্ত্রী ছমিনা (১৮)কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। এবং একই দিন রাতে জামাল গঞ্জ উপজেলার লক্ষিপুর গ্রাম থেকে মুল আসামী গোলাম কাদিরকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন নিহতের ভাই গোলাম নুর তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে মামলার সকল আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি শোকাহত পরিবারকে প্রতিশ্রুতি দেন।
অপর দিকে নিহত শহিদনুর মিয়ার বাবা গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গল বার রাতে অস্ত্র পাচার হয়েছে বলে শহিদ নুর এর বড় ভাইও নাসির উদ্দিনের ছেলে গোলাম নুর এ প্রতিবেদক কে জানিয়েছেন।
উল্লেখ্য যে পুর্ব বিরোধের জের ধরে কথাকাটা কাটির এক পর্যায়ে পরিকল্পিত ভাবে দেশিয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নাসিরউদ্দিন ও তার ছেলের উপর অতর্কিত হামলা চালায় আপন ভাতিজা গোলাম কাদির ও তার লোকজন ।
অস্ত্রের আঘাতে আহত শহিদ নুর(১৭) কে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় ও গুরুতর আহত হন নিহত শহিদনুর এর পিতা নাসির উদ্দিন সহ ১০জন।
Posted ১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad