আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর-আনোয়ারপুর সড়কের দু-পাশের অর্ধশতাধিক বিভিন্ন জাতের ছোট বড় গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় লোকজন। শুক্র ও শনিবার প্রকাশ্যে সড়কের দুই কিলোমিটার এলাকার গাছ কেটে নিয়ে যান তারা।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, সড়ক ও জনপদ বিভাগের অধিনে তাহিরপুর-আনোয়রপুর ৫ কিলোমিটার দীর্ঘ সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে । শুক্র ও শনিবার রাতে উপজেলার চিসকা, হোসেনপুর, আনোয়রপুর গ্রামের নারী ও পুরুষ প্রকাশ্যে বিভিন্ন জাতের গাছ কেটে বাড়ি নিয়ে যায়। এ সময় তাদের কেন কাছ কাটছেন ও কার অনুমতি নিয়ে কাটছেন জানতে চাইলে তারা কোন কথা বলেন নি বলে জানান সেখানে কর্মরত শ্রমিকরা।
এই বিষয়ে বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, গাছ না কাটার জন্য অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেন নি। সড়ক সংস্কার কাজে অংশ নেয়া লোকজনও তাদের বাধা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তাহিরপুর উপজেলা বীট কর্মকর্তা বিরেন্দ্র কিশোর জানান, গাছ কাটার কোন অনুমতি বা অনুমোদন দেওয়া হয় নি। তাহিরপুর-আনোয়রপুর সড়কে কিছু গাছ আছে যেগুলো মার্ক করা হয়েছে। সেগুলো সরকারী নিয়মে কাটা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি বলেন, সড়কের দুই পাশের গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। এই বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad