সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোঃ গোলাপ মিয়া(৩৫) নামের এক যুবককে মদ খেয়ে মাতলামি করার অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাতাল যুবক কামরা বন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৭ আগস্ট মঙ্গল বার দুপুরে বাদাঘাট বাজারে মদ খেয়ে মাতলামি করে বাড়িতে এসে আত্মীয়স্বজনদের মারপিট শুরু করে। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাতাল গোলাপের বাড়ি থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাড়িতে নিয়ে আসে।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাদাঘাট পুলিশ ফাড়িতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিফ ইমতিয়াজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাতাল গোলাপ মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেন। বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad