আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ (সীমান্ত পিলার ১১৯৫/৪-টি এর নিকট হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) চারাগাঁও এলসি পয়েন্টে ১৯ ফেব্রুয়ারী সকাল ১০.৩০ টায় অনুষ্টিত হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম, আর্টিলারি এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র এর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ, সীমান্তে শুন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক, কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক, ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডারগণ অংশগ্রহণ করেন।
Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad