তাহিরপর (সুনামগঞ্জ)প্রতিনিধি : তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। গতকাল রবিবার বিকেল ৫টায় তাহিরপুর পূর্ববাজারে তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভাটি শেষের দিকে এক জনসভায় পরিণত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্দু চৌধুরী বাবুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা,সহ সভাপতি নুরুল আমিন,উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক ইউনূছ আলী,দপ্তর দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,যুবলীগ নেতা প্রদীপ দাস,সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া,সাধারন সম্পাদক আবু শামা,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন,জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগকে নতুন করে ঢেলে সাজাতে চান। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কাজে লাগাতে হবে। আগামী নেতৃত্বে সৎ যোগ্য কর্মীবান্ধব নেতাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তাহলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও.জালাল উদ্দিন,পবিত্র গীতা পাঠ করেন মনধীর রায়।
Posted ২:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad