আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলার খ্যাতিমান ফুটবল তারকা ও যাত্রা শিল্পী গাজী আলী আকবর(৯০)| বুধবার রাত ৯টা ৪০ মিনিটে বর্তমান বসতি সূর্য্যেরগাঁও গ্রামে তিনি মৃত্যুবরণ করেন|
তার জন্মস্থান তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে। বহুমূখী প্রতিভাবান ব্যক্তি গাজী আলী আকবর ‘৮০’র দশকে একাধারে ফুটবল যাত্রাশিল্পী ও চিত্র শিল্পী ছিলেন। বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলায় তিনি ‘আকবর’ খ্যাতিমান যাত্রা শিল্পী ও ফুটবল তারকা ও হিসাবে পরিচিত ছিলেন।
Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad