মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী সেবা পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করতে জেলা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
গত মঙ্গলবার ও বুধবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে তাদের। তবে দূরপাল্লার যানবাহগুলো স্বাস্থ্য বিধি মানলেও লোকাল যানবাহনগুলোতে যাত্রীবহনে কিছুটা দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। এদিকে সরকারি নির্দেশ অমান্য করে পূর্বের নিয়মে যাত্রী পরিবহনের অভিযোগও রয়েছে কিছু চালকের বিরুদ্ধে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী সেবা পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। আপাতত স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে সরকার নির্দেশিত আইন প্রয়োগ করা হবে। প্রচারপত্র বিলি করা হচ্ছে চালক ও হেলপারদের মাঝে।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad