অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ঢাকাদক্ষিণ বাজারের সো-মিল ব্যবসায়ী ও দত্তরাইল গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন (৬০)।
রোববার ভোর ৬টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রেজাউল করিম রাজু।
জানা যায়, শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হত ২৭জুন সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে সোমবার (২৯জুন) তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। দীর্ঘ ৯দিন চিকিৎসাধীন থাকার পর ওইদিন ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৮জনের মৃত্যু হয় এবং শনিবার রাত পর্যন্ত করেনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৫৭জন।
Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad