কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সক্রীয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হল, ছাতক থানাধীন জিয়াপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মুকিবুল ইসলাম অরফে মুকিবুল, দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মৃত জরিফ উল্লাহর ছেলে আব্দুল ওয়াহিদ।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মুক্তাদীর হোসেনের দিক নির্দেশনায় অত্র থানার ৭৭১ নং জিডিমূলে সোমবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় মোবাইল ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, দেবাশীষ সূত্রধর,মনিরুজ্জামান,অনুপম দেবনাথ সঙ্গীয় ফোর্স সহ পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র তের চৌদ্দ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তখন ডাকাত দলের মূল হোতা মুকিবুল ইসলাম ও আব্দুল ওয়াহিদকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে ডাকাদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি কাজী মুক্তাদীর হোসেন জানান, দক্ষিণ সুনামগঞ্জ থানার জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিরাতে পুলিশী টহল জোরদার করেছি, ডাকাত দলের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে ক্রমান্বয়ে সকল চোর ডাকাতদেরকে অভিযান চালিয়ে গ্রেফতারের আওতায় আনা হবে।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad