জৈন্তাপুর প্রতিনিধি:
কোন কিছু না বলে বাড়ি হইতে বেরিয়ে গেলে ৫ দিন পর নিখোঁজ শিশু গোলাম কিবরীয়ার (১৩) খোঁজ মিলেছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) গোলাম কিবরীয়ায় ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিকেল তিনটার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় তাকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বনিক বলেন, গত ২/৩ মাস যাবৎ শিশু গোলাম কিবরীয়া মাদ্রাসায় না গিয়ে ভাগা ভাগি করছে। তাই তার মা তার উপর ক্ষিপ্ত হয়ে দমক দেন এবং ভাত খেতে না দেওয়ায় মনের অভিমানে বাড়ী হতে বাহির হইয়া সিলেট শহরে চলে যায় এবং রেলওয়ে স্টেশনে রাত্রীযাপন করে।
তিনি বলেন, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সোমবার (০৭ ফেব্রুয়ারী) শিশুটি নিখোঁজ মর্মে সাধারন ডায়েরী লিপিবদ্ধ করে তাদের পরিবার। পুলিশ গালাম কিবরীয়া নিখোঁজ হওয়ার সময় সাথে থাকা ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খোঁজ পেথে সক্ষম হই। গোলাম কিবরীয় কে তাহার মা মোছাঃ আছমা বেগমের নিকট জিম্মায় প্রদান করা হইয়াছে।
Posted ১:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad