মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জৈন্তাপুরে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে ১হাজার ৯শ ৬৫ জন

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০     223 ভিউ
জৈন্তাপুরে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে ১হাজার ৯শ ৬৫ জন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ফেব্রুয়ারী এসএসসি সমমানের পরীক্ষা শুরু চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত আর ২৯ ফেব্রুয়ারী থেকে মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে

এবার জৈন্তাপুর উপজেলা থেকে হাজার ৯শ ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের চেয়ে বেড়েছে ৩শ ১২ জন পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে স্কুল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা

জৈন্তাপুর উপজেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্টান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহন করবে। সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে ১৩ টি বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষায় অংশগ্রহন করছে ৪ টি মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল পরিক্ষায় অংশগ্রহন করছে ৩ টি বিদ্যালয়। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিলো ৪টি, সাব সেন্টার ছিলো ১ টি এবার সাব সেন্টার ১ টি বৃদ্ধি করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৯ সালে জৈন্তাপুরে পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬শ ৫৩ জন। এ বছর পরীক্ষার্থী ৩শ ১২ জন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯শ ৬৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ৫৩ জন এবং ছাত্রী সংখ্য ৯শ ১২ জন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ নিশ্চিত করা। অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী দেরি করে কেন্দ্রে আসলে রেজিস্ট্রারের নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন কেন্দ্র সচিব।
Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com