জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারী থেকে ৮ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
এবার জৈন্তাপুর উপজেলা থেকে ১ হাজার ৯শ ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের চেয়ে বেড়েছে ৩শ ১২ জন পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে স্কুল ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা।
জৈন্তাপুর উপজেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্টান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহন করবে। সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে ১৩ টি বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষায় অংশগ্রহন করছে ৪ টি মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল পরিক্ষায় অংশগ্রহন করছে ৩ টি বিদ্যালয়। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিলো ৪টি, সাব সেন্টার ছিলো ১ টি এবার সাব সেন্টার ১ টি বৃদ্ধি করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৯ সালে জৈন্তাপুরে পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬শ ৫৩ জন। এ বছর পরীক্ষার্থী ৩শ ১২ জন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯শ ৬৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ৫৩ জন এবং ছাত্রী সংখ্য ৯শ ১২ জন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ নিশ্চিত করা। অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী দেরি করে কেন্দ্রে আসলে রেজিস্ট্রারের নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন কেন্দ্র সচিব।