সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি সমতল থেকে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ থেকে তাহিরপুরের সড়ক পথে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সদর উপজেলাগামী মানুষ কোনো রকমে নৌকায় করে পার হলেও সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে পাহাড়ে অধিক বৃষ্টিপাতের ফলে যাদুকাটা নদীর পানি বাড়তে শুরু করে এখন পর্যন্ত পর্যন্ত অব্যাহত থাকায় নিম্মাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার আশংকা রয়েছে। তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখে সড়কটিও পাহাড়ি ঢলে ডুবে গেছে।এতে করে ওই এলাকার সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করেই বন্যার কবলে পড়ে মানুষ প্রায় দিশেহারা।
তাহিরপুর উপজেলার বাসিন্দা নুরু মিয়া বলেন, টানা বৃষ্টিপাতে সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জ সদরে যাওয়ার সময় রাস্থা ডুবে থাকায় তাহিরপুরে যেতে না পেরে ফিরে এসেছি।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী সাইফুল খান জানান, পাহাড়ি ঢলের পানি বাড়ায় যাদুকাটা নদী হয়ে রক্তি নদী দিয়ে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাজারের সামনের ব্রিজ পার হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি ডুবে আছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, টানা বৃষ্টিপাতে উপজেলার নদ নদী ও নিম্না লে পানি বাড়ছে। এতে করে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন রয়েছে।
Posted ৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad