মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, এমপি মুহিবুর রহমান মানিক

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯     242 ভিউ
জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলে  আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, এমপি মুহিবুর রহমান মানিক

বিজয় রায়, ছাতক প্রতিনিধি :

যুগপযোগী ভবিষ্যত প্রজন্ম তৈরী করতে সরকার তথ্য-প্রযুক্তিগত শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে সরকার শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে আন্তরিকভাবে কাজ করছে।  জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের মানুষের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। গতকাল শুক্রবার বিকেলে আমেরতল বাজারে নিজের গর্ভধারিনী মা জাহানারা চৌধুরীর নামে ‘জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

এমপি মুহিবুর রহমান মানিকের নিজ গ্রাম ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৩ একর ভুমির উপর শিক্ষানুরাগী জাহানারা চৌধুরীর নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরো বলেন, জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ অনেকাংশেই এগিয়ে গেছে। কিছু দিনের মধ্যেই ভবনসহ বিদ্যালয়ের অবকাঠামোগত কাজ শুরু করা হবে।

মা জাহানারা চৌধুরীর নামের উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন। বিশিষ্ট মুরুব্বী হাজী রজব আলীর সভাপতিত্বে ও আমেরতল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান হিরু, স্থানীয় মাওলানা আব্দুস ছালাম, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল মমিন, এড. জমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মাফিজ আলী, নুরুল আমিন, আজিজুর রহমান, আব্দুল হামিদ মেম্বার, জালাল উদ্দিন মেম্বার, খলিল আহমদ মেম্বার, আমির উদ্দিন, জালাল উদ্দিন, নূর উদ্দিন, আব্দুস ছালাম, যুবলীগ নেতা ইসতিয়াক রহমান তানভির প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(609 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com