আসানপুর, উমেদপুর, হরিনা কান্দি, আলীপুর, উলুকান্দি, যতীন্দ্রপুর, বদরপুর, মদনাকান্দি, হিজলা, নয়াপাড়া, দুগাপুর সহ বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফ, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, উপজেলা সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান আনিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, ধর্মপাশা সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ।
এমপি রতন বলেন, কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আমাদের প্রধানমন্ত্রী ও বিশ্ববনেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষ তাদের ন্যার্য অধিকার দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কৃষিখাত সহ প্রাকৃতিক দুযোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী সক্ষম।