সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধান মন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৪টি গ্রামে বিদ্যুৎতায়ন উদ্ধোধন করেন, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইমরান আলী তালুকদার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আলম লিমন প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নাজিমনগর, তাজপুর, উদয়পুর ও হটামারা গ্রামে ৬,৭৯,২০,০০০/= টাকা ব্যয়ে, ১৩.৫৮৪ কিঃমিঃ লাইনে বর্তমানে ৬৩২ টি পরিবারের জন্য বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ অপচয় থেকে দেশকে রক্ষা করুন, সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। মুজিব শত বর্ষ উপলক্ষে প্রতিটি পরিবারে বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে ইনশাল্লাহু।