সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মজিব বর্ষে মান্নানঘাট নামক সুরমা নদীতে ব্রীজ স্থাপনের স্থান পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করা হয়েছে।
এমপি রতন বলেন, ধর্মপাশা টু জামালগঞ্জ যাতায়াতের একমাত্র রাস্তা ঐ মান্নান ঘাট নামক স্থান দিয়ে। এখানে ব্রীজ নির্মাণ করা হলে দু উপজেলা সহ নেত্রকোণা যাতায়াতের ব্যবস্থা হবে। তাই এই ব্রীজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের যাতায়াত সুনিশ্চিত করা ও টেক সই উন্নয়নের লক্ষে এ উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়ণের লক্ষে শেখ হাসিনা হাওরাঞ্চলের জন্য আন্তরিক। বিশ্ব নেত্রী ও বঙ্গবন্ধুর মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে ভালবাসে, এর জন্যই হাওরে এসডিজি বাস্তবায়ন হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, আব্দুল লতিফ নাজেল, মো. মানিক মিয়া, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, বংশী কুন্ডা উত্তর ইউপি আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাকিমুল ইসলাম বুলবুল, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ আলম লিমন, এস আই আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, কাজী সাহাব উদ্দিন, ইয়ার আলী, শ্রমিকলীগ নেতা ইঞ্জিনিয়ার বাদল, মো. আলম, জামালগঞ্জ ইউপি যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম প্রমূখ।