সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সবাই মিলে, শপথ করি করোনা সহনশীলন গ্রাম গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ থ্রী ডব্লিও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে নয়াহালট ও বিকেলে শাহপুর গ্রামে ক্যাম্পেইন অনুষ্টিত হয়।
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী নারী ও পুরুষ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন। প্রতি ব্যাচে অংশ গ্রহণ কারী ২০ জন। দুটি ব্যাচ সম্পন্ন হয়েছে। আমার স্বাস্থ্য, আমারই দায়িত্ব, ক্যাম্পেইনে হাত ধোয়া, মাস্ক ও শারিরিক দুরত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হাত ধোয়া সম্পকে অভ্যাস গড়ে তোলা জন্য বিস্তারিত আলোচনা করা হয়। সহায়ক বন্হি ও সুমা আক্তার সহ ইউসি সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন। হাত ধোয়া সরা সরি দেখীয়ে দেন, কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোতে হবে। আয়োজনে- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সহযোগিতায় এসডিসি।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad