সাইফউল্লাহ, সুনামগঞ্জ, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে গণ শুনানী ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের গজারিয়া বাজারে এই শুনানী ও মতবিনিময় সভা অনুষ্টিতহয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন জামালগঞ্জ উপজেলায় হাওরে ফসল রক্ষা বাধ নির্মাণ ও মেরামত প্রকল্প কাজ বাস্তবায়নের লক্ষে পিআইসি গঠনের উদ্দেশ্য গণ শুনানী ও মতবিনিময় সভা আয়োজন করেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার ও ইউপি সচিব অজিত কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াং কাপাল।
আর উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম,পানি উন্নয়ন বোর্ডের এসও রেজাউল কবির, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু। কৃষক প্রতিনিধি আমান উল্লাহ আমান, রিয়াজ উদ্দিন, আব্দুল হক, সাবেক ইউপি সদস্য মো. নুর মিয়া সহ বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ।।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad