সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তজার্তিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ, ২০২০ খ্রি. তারিখ) সকাল ৯.০০ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেছিস এর সহযোগিতায় ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২০’ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর নেতৃত্বে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হতে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
নারী সমাবেশে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান, বীনা রানী তালুকদার (প্যানেল-১), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, গোলাম জিলানী অফিন্দী রাজু। এসময় উপজেলা পর্যায়ের সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার এনজিও জেছিস, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নারী নেত্রী ও বিভিন্ন প্রতিনিধি সহ নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।