আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে জনসংখ্যা ও জনবল দিন দিন কমছে। তাই জাপানে বাংলাদেশের দক্ষ জনবল পাঠানোর বিশাল সম্ভাবনা রয়েছে। দেশটিতে আইটি, কেয়ার গিভার, নির্মাণশিল্প, কৃষি, জাহাজ তৈরি, ওয়েল্ডিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোটেলসেবায় জনবলের চাহিদা রয়েছে। কার্যকর নীতি কৌশল, সুদক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এই সুযোগকে কাজে লাগাতে হবে। তবে এ জন্য বাংলাদেশি শ্রমিকদের কী কী যোগ্যতা বা কোন বিষয়ে দক্ষতা দরকার। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন সেই যোগ্যতার কথা। তিনি বলেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, জাপানি ভাষা ও নিয়ম-শৃঙ্খলার জ্ঞান এবং কর্মঠ হতে হবে।
জি এস / এস জনপদ
Posted ৭:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad