দোয়ারাবাজার প্রতিনিধি: জাতীয় সংসদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য(প্যানেল স্পীকার) মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসন থেকে নৌকা প্রতিক নিয়ে চার বারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
গত বুধবার (১০ জুন) বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করবেন।
মুহিবুর রহমান মানিক ১৯৯৬,২০০৮,২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারার মানুষের প্রতিনিধিত্ব করছেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। মুহিবুর রহমান মানিক এমপিকে সভাপতি মন্ডলীর প্যানেল ভুক্ত করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ছাতক-দোয়ারার সর্বস্তরের জনগণ।