মখলিছ মিয়া,বানিয়াচং থেকে: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
১৪ আগষ্ট বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জি বড়বাজারস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর স্থান পরিদর্শন করেন। বুধবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad