জঙ্গি -অবক্ষয় –দুর্নীতি মানবে না এ সংস্কৃতি এই শ্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় নাট্য উৎসব ২০২০। এটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত সর্ব বৃহৎ জাতীয় নাট্য উৎসব। সমস্ত বাংলাদেশের ৬৪ জেলা অনুষ্ঠিত হচ্ছে এই নাট্য উৎসব। মৌলভীবাজার জেলায় মহসিন অডিটোরিয়াম শ্রীমঙ্গল এ শুরু হবে এই উৎসব ২৪ ফেব্রুয়ারী। শেষ হবে ২৮ ফেব্রুয়ারী । সময় প্রতি দিন সন্ধ্যা ৭ ঘটিকা।
২৪ ফেব্রুয়ারী সোমবার পরিবেশিত হবে বিজয়ী থিয়েটার এর নাটক আশরাফুল মাখলুকাত, রচনা ও নির্দেশনায় দেলোয়ার মামুন।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার উচ্ছ্বাস থিয়েটার মঞায়ন করবে নাটক শংখচিল, রচনা ও নির্দেশনা গোবিন্দ রায় সুমন।
২৬ ফেব্রুয়ারী বুধবার প্রান্তিক থিয়েটার পরিবেশন করবে নাটক ওলট পালট, রচনা আনিসুর রহমান নান্টু, নির্দেশনা নীলকান্ত দেব। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পরিবেশিত হবে তারুণ্য নাট্য গোষ্ঠীর নাটক পদ্মাপাড়, রচনা পল্লী কবি জসিম উদ্দিন , নির্দেশনা নাহিদ আহমেদ।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার শ্রীমঙ্গল থিয়েটার মঞায়ন করবে নাটক চোর, রচনা দেবেশ ঠাকুর, নির্দেশনা আশরাফি আজম।
Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad