বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জাতীয় গ্রীডে ত্রুটির কারণে হবিগঞ্জসহ ৭ জেলা বিদ্যুৎহীন 

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০     163 ভিউ
জাতীয় গ্রীডে ত্রুটির কারণে হবিগঞ্জসহ ৭ জেলা বিদ্যুৎহীন 

মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় হবিগঞ্জসহ ৭টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

জানা যায়, আশুগঞ্জ ঘোড়াশাল গ্রিড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে সমস্যা দেখা দিলে ২৫০ মে.ও. বিদ্যুৎ কেন্দ্রটি ‘ট্রিপ’ করে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমানের সূত্রে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রিডলাইনে ত্রুটির কারণে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, সন্ধ্যায় হঠাৎ করে আশুগঞ্জ ঘোড়াশাল ২৩২ কেভি গ্রিড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। এতে করে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এতে করে হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদীসহ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী আব্দুল মুজিব জানান, হঠাৎ করেই সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জাতীয় গ্রীডে সমস্যা দেখা দেওয়ায় হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ভোল্টেজ উঠানামার বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানান, জাতীয় গ্রীডে কিছু সমস্যা হওয়ায় এ ধরণের বিপত্তি দেখা দেয়। ভোল্টেজ উঠানামা নিয়ে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন। এতে করে ফ্রিজ, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হওয়ার আশঙ্কা থাকে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com