আল মামুন, জকিগঞ্জ(সিলেট)প্রতিনিধি: শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর জকিগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় জকিগঞ্জে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ সময়ে উপজেলার ৩৫ হাজার ২ শ ৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানাননো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার এসএম আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)পল্লব হোম দাস, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পোরসভার মেয়র মো. খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
অনুষ্ঠানে বিভিন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, সাংবাদিক, ইমামসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমাজসেবা অফিসার বিন ভূষন দাস, সাংবাদিক আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সেলিম আহমদ।
সভায় জানানো হয় জকিগঞ্জে ২১৭টি কেন্দ্রের মাধ্যমে সাড়ে চারশ স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৩.৭২০ জন শিশুকে ’নীল রঙ্গের’ এবং ১২Ñ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৫৩৯ জন শিশুকে ’লাল রঙ্গের’ ১টি করে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের নীচের শিশু, অসুস্থ শিশু ও চার মাসের মধ্যে ভিটামিন এ খেয়েছে এমন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না। সভায় জানানো হয় ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের করোনা ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা মুক্ত থাকবে।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad