ফাইল ছবি
আটগ্রাম-কাড়াবাল্লার সুরমা নদীতে দুর দুরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় পুটামারা পুর্বপাড়া(কোম্পানিগঞ্জ) বনাম পশ্চিম গর্দ্দনা (জৈন্তাপুর) পরস্পর মোকাবেলা করে পুটামারা পুর্ব পাড়া ১ম স্থান অধিকার করেছে, ২য় স্থান অধিকার করেছে গর্দ্দনা( জৈন্তাপুর)। ৩য় হয়েছে মমতাজগঞ্জ (কানাইঘাট)।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটগ্রাম-কাড়াবাল্লা আঞ্চলিক ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাসুক আহমদ চৌধুরী।
১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির ১নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ চৌধুরী ও ছাত্রলীগ নেতা রুমেল আহমদ এর যৌথ পরিচালনায় পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীর মোক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, জকিগঞ্জ পৌর মেয়র বীর মোক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন, ৮নং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ, আটগ্রাম –কাড়াবাল্লা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ৩নং কাজলসার ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাঃ আব্দুল হান্নান,
আরো উপস্তিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা সেচ্চাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল গফুর,কানাইঘাট উপজেলা সেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াদুদ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন জামাল, সাবেক মেম্বার আব্দুর রহমান কুটু, ৩নং কাজলসার ইউপি সদস্য উস্তার উদ্দিন, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ নেতা আহমদ হোসাইন তানিম, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আমিন তোফায়েল, ৩নং কাজলসার ইউপি আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, ছিদ্দেক আলী, শফিকুর রহমান, ইউপি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাঃ সেলিম উদ্দিন, আলবাব হোসেন, বেলাল আহমদ, ইনছান আলী, আং মুনিম, ছাদ উদ্দিন, কমর উদ্দিন, মইজ উদ্দিন চৌঃ, মুক্তিযোদ্ধা আং রকিব, বাদল দাস, আনসার সদস্য জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আং রকিব প্রমুখ।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, ৩নং কাজলসার ইউপি সদস্য আব্দুস ছালাম, ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সাবেক মেম্বার মাহতাব আহমদ, সাবেক মেম্বার ছালেহ আহমদ কবির, আলিম উদ্দিন, মুহি উদ্দিন। খেলায় ১ম পুরস্কার ৭০হাজার টাকার ষাড়, ২য় পুরস্কার ৫০হাজার টাকার ষাড় ও ৩য় পুরস্কার রঙ্গীন টিভি।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad