বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছামুজিব গোল্ডকাপ টুর্ণামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ আয়োজনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১১ সেপ্টেম্বর টুর্ণামেন্ট জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ১ম দিনে জকিগঞ্জ পৌরসভা ও মানিকপুর ইউনিয়নের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে সিন্ধান্ত হয়।
৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি টিম এতে অংশ নেবে। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কবির আহমদ, মহসিন মর্তুজা, রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রকল্প কর্মকর্তা তোফাজ্জল হোসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল প্রমূখ।
Posted ১০:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad