আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নানের (৫৭) দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নমুনা পরীক্ষা করায় তার দেহে করোনা সংক্রমনের বিষয়টি ধরা পড়ে। জকিগঞ্জের ইউএনও বিজন কুমার সিংহ জানান, স্টোর কিপার হিসাবে তিনি ২দিন সিলেট থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ আনতে গিয়ে সংক্রমিত হতে পারেন।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আক্রান্ত আব্দুল হান্নানকে সিলেটস্থ শহীদ শামছ উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত বাড়ীর লোকজনসহ যারা তার সংস্পর্শে এসেছে খোঁজ খবর নিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাসপাতালের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের আবার নমুনা পরীক্ষা করা হবে। জকিগঞ্জে এই প্রথম কোন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
Posted ৭:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad