আল মামুন, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পাটির লাঙ্গল প্রতীক মনোনয়ন পেয়ছেন সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত পত্রে শনিবার বিষয়টি নিশ্চিত করেন ফারুককে।
দলীয় মনোয়ন পেয়ে আব্দুল মালেক ফারুক বলেন, ইতিপূর্বে উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে আমি পনের মাসে দৃশ্যমান উন্নয়ন সূচনা করেছিলাম যা সময়ের অভাবে তখন শেষ করতে পারিনি। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ নানা উন্নয়নমুখী পদক্ষেপ নেবো স্থানীয়দের পরামর্শে। তিনি পৌরবাসীর দোয়া, আশির্বাদ ও ভোট প্রত্যাশা করেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad