ছাতক প্রতিনিধিঃ ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির মাধ্যমে মঈন উদ্দিন আহমদকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
সোমবার ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের হাত থেকে তিনি ২০১৯ সালের জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মাননা ক্রেষ্ট আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন। এর আগে একাধিকবার তিনি শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মানে ভুষিত হয়েছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মানে ভুষিত করায় অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ নির্বাচকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের দোয়া প্রার্থনা করেছেন।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad