বিজয় রায়, ছাতক প্রতিনিধি: আবারো দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক লাভ করলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। বিগত ২০১৫ সালে নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থকে প্রায় সাড়ে ৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকে আবুল কালাম চৌধুরী ১০ হাজার ৮২৬ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেছিলেন।
এদিকে আবুল কালাম চৌধুরীকে ছাতক পৌরসভায় নৌকার মাঝি হিসেবে কেন্দ্র থেকে ঘোষনা করা হবে এমন প্রত্যাশায় বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থক খন্ড-খন্ড মিছিল নিয়ে সন্ধ্যা থেকে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হতে থাকে। নৌকার মাঝি হিসেবে কালাম চৌধুরীর নাম ঘোষনা করার পর-পরই বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে অপেক্ষয়মান কয়েক হাজার কর্মী-সমর্থক। নৌকা-নৌকা শ্লোগানে একসময় মুখরিত হয়ে উঠে গোটা শহর।
পরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রার্থী আবুল কালাম চৌধুরীর অনুজ শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে শহরে বের করা হয় নৌকার সমর্থনে আনন্দ মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিন করে কেন্দ্রিয় শহিদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
Posted ৮:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad