বিজয় রায়, ছাতক প্রতিনিধি: ছাতকে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের এক বর্ধিত সভা ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ছাতক সদর ইউনিয়নের বাউসা কৃষ্ণতলায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি রঞ্জন কুমার দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক অভিজিত দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক জয়ন্ত রূপম গোস্বামী, ছাতক উপজেলা শাখার আহবায়ক স্বপন কুমার সিংহ, সদস্য সচিব অসিত কুমার দাস, সিলেট বিভাগীয় প্রচার সম্পাদক প্রভাষ কুমার শর্ম্মা, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক বাবুল রায়, উপজেলা যুব মহাজোটের সাবেক সভাপতি জয়ন্ত বৈদ্য জয়।
বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু যুব মহাজোটের সহ সভাপতি সুরঞ্জন ধর, যুব মহাজোটের নির্বাহী সভাপতি বিপন কৃষ্ণ দাস পলাশ, সাবেক সহ সভাপতি প্রবাসী মৃদুল দাস, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক অমিত আচার্য্য, ডাঃ নিশির রঞ্জন দাস, নিশি কান্ত দাস, দুলাল সরকার, অমল দাস, অঞ্জন দাস, মনোরঞ্জন দাস, বাবুল চন্দ, প্রদীপ দাস, জয় দাস, সেবক দাস, চিরু কুমার দাস, রুক্ষিনী কুমার দাস প্রমুখ।
সভায় উপজেলা হিন্দু যুব মহাজোটের পুরাতন কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এদিকে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র মহাজোটের আহবায়ক কমিটি, যুবমহাজোট পৌর কমিটি এবং ছাতক সদর ইউনিয়ন হিন্দু মহাজোট ও যুব মহাজোটের নতুন কমিটি গঠন করা হয়।
বিপন কৃষ্ণ দাস পলাশকে আহবায়ক, দেবনাথ বিশ্বাস, অনুকুল সরকারকে যুগ্ম আহবায়ক ও নিতাই তালুকদাকে সদস্য সচিব করে উপজেলা যুব মহাজোট, অমিত আচার্য্যকে আহবায়ক ও লিপন পালকে সদস্য সচিব করেন ছাত্র মহাজোট, দুলাল সরকারকে সভাপতি ও হিমাংশু রঞ্জন দাসকে সাধারন সম্পাদক সদর ইউনিয়ন হিন্দু মহাজোট, শংকর কুমার দাসকে সভাপতি ও অমল কুমার দাসকে সাধারন সম্পাদক করে ইউনিয়ন যুব মহাজোট এবং বিমল চন্দ্র দাসকে আহবায়ক ও কনক চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে পৌর যুব মহাজোটের নতুন কমিটি গঠন করা হয়।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad