ছাতক প্রতিনিধিঃ
ছাতকে হাওর বাচাঁও আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে হাওর বাচাঁও আন্দোলন উপজেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আছদ্দর, আব্দুল হেকিম, বঙ্গবন্দু ফাউন্ডেশন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আজমুল আলী, একতা বালু উত্তোলন সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ব্যবসায়ী হাজী বদরুল হোসেন, ইজাজুল হক রনি, হাওর বাচাঁও আন্দোলন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ফরিদ আহমদ, সুফিয়ান খা, জমির উদ্দিন, সদস্য সুজন তালুকদার, ব্যবসায়ী জুয়েল মিয়া, বাসিত আলম, আলী আহমদ, শিক্ষক খালেদ আহমদ, শিক্ষার্থী সালমান আমিন ও আলম মেহেদী হাসান চৌধুরী আলভী প্রমূখ। সভায় বক্তারা ১৫ ডিসেম্বরের মধ্যে পিআইসি গঠন না হওয়ায় জরুরী ভিত্তিতে গনশুনানীর মাধ্যমে পিআইসি গঠন, প্রয়োজনীয় বাধেঁর তালিকা তৈরি করা ও হাওর রক্ষা বাধেঁর কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহবান জানান।
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad