ছাতক প্রতিনিধিঃ
ছাতকে অটোরিক্সার ধাক্কায় বাহারুন নেছা(৬৫)নামের এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে ছাতক-সুনামগঞ্জ সড়কের আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাহারুন নেছা শহরের কুমনা-ভাজনামহল গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। জানা যায়, বাহারুন নেছা কাজের জন্য বাড়ির পাশের রাস্তায় বের হলে রাতগাও সংযোগ সড়ক দিয়ে আসা ব্যাটারী চালিত একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধা। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad