বিজয় রায়, ছাতক প্রতিনিধি: ছাতকে মোটরসাইকেল ও পিক আপের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দু’ ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন নামক স্থানে এ দূর্ঘনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হাসান আহমদ সুমন(৩০) দক্ষিন সুনামগঞ্জ উপজোর সলফবীরগাঁও গ্রামের এখলাছুর রহমানের পুত্র ও অপরজন পথচারী অজ্ঞাতনামা এক বয়োবৃদ্ধ মহিলা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির পিক আপ (সিলেট মেট্রো ন-১১-০৫৯৭) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল(নং-ঢাকা মেট্রো ল-১১-০৩১৯) ছাতকের বড়কাপন নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী বৃদ্ধার মৃত্যু ঘটে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পিক আপ চালকজাবেদ মিয়া (২০) কে আটক করেছে হাইওয়ে পুলিশ। সে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার চমক আলীর পুত্র। হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আমিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad