বিজয় রায়, ছাতক প্রতিনিধি:
ছাতকে সৈয়দ রাবেয়া খানম ট্রাষ্টের উদ্যোগে ৩দিন ব্যাপী ফ্রি-চিকিৎস্যা সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের তাতিকোনা (শাহজীর পাড়া) এলাকায় ফ্রি চিকিৎস্যা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাষ্টের সভাপতি সৈয়দ তিতুমীর।
যুক্তরাজ্যসহ দেশের বিশেষজ্ঞ ডাক্তারগন শুক্র, শনি ও রবিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রোগী দেখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাষ্টর সচিব সৈয়দ গোলাম জিলানী কুতুব, সদস্য হাজী মখলিছুর রহমান মুকুল, সৈয়দ গোলাম মর্তুজা, সৈয়দ ইকবাল আহমদ, আব্দুল আওয়াল, সৈয়দ মুজিবুল হক, জয়নাল আবেদীন মহি, সামছুল আলম তালুকদার, শাহীন আহমদ, সৈয়দ জুনেদ আহমদ, সৈয়দ ওলিউর রহমান, সৈয়দ মেহেদী হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার এলাকার ৩ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি-চিকিৎস্যা প্রদান করবেন, যুক্তরাজ্যের পোর্টসমাউথ কুইন আলেকসানট্রা হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃ গোলাম ইয়াহিয়া, জাতীয় চক্ষু ইন্সটিটিউটের চক্ষু বিষেশজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ দিদার হাসান, ডাঃ ফাটিহা টামনীমসহ বিশেষজ্ঞ ডাক্তারগন।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad