ছাতকে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ব্যবসায়ী মঞ্জু দেবনাথ(৫০) ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঞ্জু দেবনাথ পৌরভার ১নং ওয়ার্ডের ফকিরটিলা মহল্লার মৃত রমেশ দেবনাথের পুত্র ও সাবেক পৌর কমিশনার মৃত মুক্তিযোদ্ধা রবীন্দ্র দেবনাথ মিন্টুর ছোট ভাই। মঙ্গলবার দুপুরে ছাতক শহরের ফকিরটিলা এলাকায় পারিবারিক শ্মাশান ঘাটে তার মরদেহ সমাধিস্থ করা হয়। শুক্রবার সকালে চা তৈরী করতে গিয়ে সিলিন্ডার গ্যাস সংযুক্ত চুলায় সুইচ দিলে গোটা রান্না ঘর গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস বিস্ফোরিত আগুনে মঞ্জু দেবনাথ দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad