শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেয়র-কাউন্সিলর ও শিক্ষার্থীদের অভিযান

ছাতকে শহর পরিস্কার-পরিছন্নতা

বিজয় রায়, ছাতক প্রতিনিধি:   শনিবার, ০৩ আগস্ট ২০১৯     214 ভিউ
ছাতকে শহর পরিস্কার-পরিছন্নতা

ছবি- সিলেটের জনপদ

ছাতকে শহরকে পরিস্কার-পরিছন্ন করতে পৌরসভার উদ্যোগে সপ্তাহ ব্যাপী অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের সওজ’র নতুন ভবন এলাকায় পরিস্কার-পরিছন্ন আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরিছন্ন অভিযানে প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব আবুজর গিফারী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ,জসিম উদ্দিন সুমেন, সুদীপ দে, আছাব মিয়া, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সাইদুল আলম মধু, মধ্যবাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাদিক তালুকদার, সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভির আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী আজাদ মিয়া, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, প্রচার সম্পাদক বদরুল আলম, ছাতক পৌরসভা সার্ভিস  সোসিয়েশনের সাধারন সম্পাদক নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবরাজ চৌধুরী শরীফ, জামাল আহমদ, কল্যান ব্রত দাস, রতন চন্দ্র দে, সুব্রত হালদার, বিজয় পাল,  পরিমল দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, শহর পরিছন্ন করতে এ অভিযান এক সপ্তাহের বেশী সময় পর্যন্ত চলবে। নিজ-নিজ আঙ্গিনা ও এলাকা পরিচ্ছন্ন রাখতে পৌর নাগরীকদের প্রতিও তিনি আহবান জানান। এর আগে সকালে ঝাড়ু হাতে নিয়ে শহর পরিস্কার করতে রাস্তায় নামলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলা স্কাউটের অর্থায়নে এ পরিছন্নতা অভিযান পরিচালনা করেছে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিছন্নতায় শহরের ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু, বেলচা, টুকরিসহ বিভিন্ন সরঞ্জামাদী নিয়ে কাজে নেমে যায়। তারা শহরের উপজেলা পরিষদ চত্বর, কোর্ট রোড, হাসপাতাল এলাকা, ছাতক কলেজ রোড ও শহীদ মিনার এলাকা পরিস্কার-পরিছন্ন কার্যক্রম চালায়। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহর পরিষ্কার-পরিছন্নতা রাখতে গণসচেতনতামুলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীলের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ছাতক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ইউআরসি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর হিরন মিয়া, স্কাউট শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষক তমাল পোদ্দারসহ পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোবিন্দগঞ্জ কলেজ, গোবিন্দগঞ্জ হাইস্কুল, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, এলঙ্গি মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ আশপাশ এলাকা  পরিষ্কার-পরিছন্ন কার্যক্রম চালিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০১ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com