বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে লাফার্জ-হোলসিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও গনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে দুুপুর পর্যন্ত কারখানার কর্মকর্তা-কর্মচারীগন এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
লাফার্জ সংলগ্ন হাজিবাজার থেকে ঠেঙ্গারগাও বাজার পর্যন্ত রাস্তা ও আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করতে হাতে গ্লাফস পরে ঝাড়, বেলচা ও বস্তা নিয়ে তারা রাস্তায় নামেন।পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে লাফার্জ-হোলসিমের প্লান্ট ম্যানেজার মিষ্টার হারপাল সিং, কান্টি এনভারনমেন্ট ম্যানেজার মহি উদ্দিন, ডিজিএম এইচ আর এন্ড এডমিন এনামুল হক, সিনিয়র ম্যানেজার (লজিষ্টিক) আনিসুর রহমান, ডেপুটি ম্যানেজার প্লান্ট এডমিন ওয়াদুদ হোসাইন, এ্যফেয়ার্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ কর্পোরেট মোহাম্মদ উল্লাহ, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অশোক তরু চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাবেক পৌর কাউন্সিলর, ব্যবসায়ী ফয়জুর রহমান, ব্যবসায়ী আলী আকবর, নিজাম উদ্দিন, আসাদ আলী, বাহারাম আলী, মোহাম্মদ আলী, হযরত আলী, ফখর উদ্দিন, হোসাইন আহমদসহ লাফার্জ সংশ্লিষ্টরা অংশ নেন।
Posted ১০:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad