ছাতক প্রতিনিধি : ছাতকে নিরাপত্তা প্রহরীকে খুন করে রেলওয়ে গোদামে ডাকাতির ঘটনার আসামী ডাকাত আজম আলী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের নোয়ারাই ইসলামপু এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডাকাত আজম আলী নোয়ারাই ইসলামপুর এলাকার মৃত হোছন আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম নোয়ারাই ইসলামপু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আজম আলীর বিরুদ্ধে ছাতকসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানে ছাতক থানার এসআই দেলোয়ার হোসেন, এসআই ইয়াছিন মুন্সি, এসআই সাইফুল ইসলাম, এএসআই সুমন গোপ, এএসআই জয়নালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৯ জুন রাতে ছাতক রেলওয়ে গোদামের নিরাপত্তা প্রহরী ফখরুল আলমকে খুন করে গোদামে রক্ষিত মুল্যবান মালামাল লুট করে নেয় একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় নিহত ফখরুলের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে চাঞ্চল্যকর এ মামলায় ছাতক থানার এসআই হাবিবুর রহমান বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে ডাকাত আজম আলীর আরো ৫ সহযোগীকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেফতারকৃত ৫ জনই বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad