ছাতকে মেহেদী হাসান রাব্বী হত্যাকান্ডের ঘটনায় পৌর কাউন্সিলরসহ ৬ জন জামিন লাভ করেছেন।
গতকাল মঙ্গলবার উচ্চ আদালত থেকে তারা জামিন লাভ করেন। উচ্চ আদালতের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমদ সুহেলের দ্বৈত বেঞ্চ ছাতক পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলীসহ ৬ জনের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন, আমির আলী, সোহাগ, মুক্তার আলী, তাজিম হোসেন ও আল-আমিন অপু। আসামীর পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মাহবুব উদ্দিন খোকন।
পৌর কাউন্সিলর লিয়াকত আলী জানান, শত্রুতাবশতঃ রাব্বী হত্যাকান্ডের সাথে পরিকল্পিতভাবে তাকে জড়ানো হয়েছে। এলাকার নাগরিকগন ভোট দিয়ে তাকে টানা দু’বার কাউন্সিলর নির্বাচিত করেছে। প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে হেয়-প্রতিপন্ন করার জন্যই তাকে এ মামলায় জড়ানো হয়।
উল্লেখ্য ২৩ জুলাই মঙ্গলবার রাতে সিমেন্ট কারখানার ৪নং এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান রাব্বীকে নিহত হয়। এ ঘটনায় ২৬ জুলাই নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে পৌর কাউন্সিলর লিয়াকত আলীসহ ১৭ জনের বিরদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-২০) দায়ের করেন।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad