ছাতকে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডি, এফএফদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ১৮ জন মৎস্য চাষীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামানের সভাপতিত্বে ও সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী। বক্তব্য রাখেন, মৎস্য চাষী মুজিবুর রহমান, রেজাউল করিম প্রমুখ।
Posted ১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad