ছাতক প্রতিনিধিঃ
ছাতকে চোরাই মোটরসাইকেলসহ শাহান মিয়া মুন্না নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার সন্ধ্যায় মাধবপুর সিএনজি ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহান মিয়া মোগলাবাজার থানার শরিষপুর গ্রামের রফিক মিয়ার পুত্র। গত কয়েক দিন আগে শহরের লাকি সেন্টারের সামন থেকে দোয়ারা উপজেলার প্রতাপপুর গ্রামের আশরাফুল ইসলামের এ মোটরসাইকেলটি চুরি হয়। শুক্রবার সন্ধ্যায় চোরাই এ সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে মাধবপুর সিএনজি ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা(নং-১৫) দায়ের করেন।
Posted ১:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad