বিজয় রায়, ছাতক প্রতিনিধি: ছাতকের গোদাবাড়ী গ্রামের আব্দুর রহিমের পুত্র আমিনুল হকের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা।
চৌমুহনী বাজার কমিটির সভাপতি ও নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জুবেদ আলীর সভাপতিত্বে ও আব্দুল মছব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় আব্দুর রশীদ তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মুমিন, ময়না উদ্দিন, মনির উদ্দিন মেম্বার, আসলম আলী, কয়ছর চৌধুরী, ইসলাম উদ্দীন, তেরা মিয়া, আব্দুর রহিম, আসকর আলী, মুক্তিযোদ্ধা উমর আলী, আজব আলী, আয়াত আলী, স্থানীয় মজনু মিয়া, কালা মিয়া, ফুরকান আলী, আজম আলী, ময়না মিয়া, সুরুজ আলী, হাজী তেরা মিয়া, তুতা মিয়া ও ছাতক সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাতক পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তারেক প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, ষড়যন্ত্রের শিকার আমিনুল হক। বক্তারা বলেন, এলাকার সহজ সরল মানুষ আমিনুল হককে পরিকল্পিতভাবে হয়রানীর উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। আমিনুল হককে মামলায় জড়ানোর পেছনে এলাকার এক সরকারী কর্মকর্তাসহ স্থানীয় একটি কু-চক্রি মহলের ইন্ধন রয়েছে। তারাই প্রশাসনকে ভুল বুঝিয়ে আমিনুল হককে বিভিন্ন ভাবে হয়রানীর চেষ্টা করে যাচ্ছে।
বক্তারা মিথ্যা মামলা থেকে আমিনুল হকের নাম প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে তাদেরও বিচারের দাবী করেছেন।
Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad