বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে এক সমন্বয় সভায় বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাউস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ।
সভায় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আফতাব উদ্দিন, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, আতাউর রহমান, হারাধন তালুকদার, জামান আহমদ, আব্দুল মুকিত, বরুন কান্তি দাস, কামাল উদ্দিন, নাসির উদ্দিন, মাওলানা আব্দুস ছালাম, আবু তৈয়ব শামছুন নূর, মাওলানা আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান, আবু রায়হান, মোস্তাবুর রহমান,মিরাজুল ইসলাম, কবিরুল ইসলাম, সাইদ হাসান, শাহ আমিনল হক, সোহেল আহমদ, আফজাল হোসেন, এনামুল হক, নুরুল ইসলাম, জহুর আলী, এসএমসির সভাপতি ইমাম উদ্দিনসহ বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এসএমসির সভাপতিগন উপস্থিত ছিলেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad