ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বৌলা এলাকায় সুরমা নদীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল এ অর্থ দন্ড করেন।
সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নবী হোসেন(৩২) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় থানা পুলিশসহ সরকারী লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১২:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad