ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্ধ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিলুয়া-পেকুয়া জলমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
লিজবিহীন সরকারী জলমহাল শিলুয়া-পেকুয়া থেকে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্ধ করা হয়। পরে এসব জাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। রোববার রাতে উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গ্রামীন সবজী বাজার নামক আড়তকে ৪০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। আড়তে মজুদকৃত পিঁয়াজ অধিক মুল্যে বিক্রি করার অপরাধে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
Posted ২:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad