বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে ব্রিটিশ কাউন্সিলর আব্দাল উল্লাহ’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিলর আব্দাল উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক, উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী, দোয়ারা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল হামিদ।
এসময় রাজনীতিবিদ জাহেদুল ইসলাম আহবাব, খায়ের উদ্দিন, ফখরুল আলম, হাজী বদরুল হক, রেজাউল হক, মঈনুল ইসলাম, রাজু হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ফটোগ্রাফার আমির আলী, দৈনিক সংবাদ প্রতিনিধি তমাল পোদ্দার, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি আমিণুল ইসলাম আজির, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মাহবুব আলম, সাংবাদিক উজ্জিবক সুজন তালুকদার, মাহবুবব আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad