ছাতকে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বিদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীকৃতিসহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়।
সকালে নগর পরিক্রমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে নগর পরিক্রমায় অংশ গ্রহন করেন তিনি। সনাতন ধর্মাবলম্বির সকল বয়সের নারী-পুরুষ পরিক্রমায় অংশ নেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কালীদাস পোদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কারাম চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ব্রাহ্মন পরিষদের মিহির আচার্য্য, নিপেন্দ্র ভট্টাচার্য্য, রনধির আচার্য্য, ছানু আচার্য্য, বিনয় চক্রবর্ত্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি বাবুল পাল, সহ সাধারন সম্পাদক সৌরভ রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক লিটন লাল রায় প্রমুখ। পরিক্রমায় ইসকন, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ ও শ্রীহট্ট ব্রাহ্মন পরিষদ ছাতক, গীতা পরিষদ ছাতকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন স্ব-স্ব ব্যানারে পরিক্রমায় অংশ নেয়।
দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় পূজা-অর্চনা ও সমবেত প্রার্থনা, বিকেলে গীতা পাঠ, সন্ধ্যায় ভক্তিমুলক সংগীত প্রতিযোগীতা ও নৃত্যানুষ্ঠান এবং পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad