ছাতক প্রতিনিধিঃ ছাতকে বীর মুক্তিযোদ্ধা মতই মিয়া চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ষহরের নেয়ারাই ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় যানাজা শেষে পঞ্চায়েতি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা মতই মিয়া চৌধুরী নোয়ারাই এলাকার মৃত আব্দুল হাসিম চৌধুরীর পুত্র। বুধবার বিকেল ২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। যানাজায় ছাতক থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad